রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে রিজার্ভ বাজারে হ্রদের পাশে চারটি কাচা দোকান ধসে পড়েছে । ৫ এপ্রিল সোমবার আবদুল আলী একাডেমী স্কুলের সামনে এই ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদশী ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রাঙামাটির রিজার্ভ বাজারের যে চারটি দোকান হ্রদে ধসে পড়েছে তার একমাত্র কারণ হচ্ছে হ্রদে জেলা পরিষদের কমিউনিটি ক্লাব নির্মাণাধীন ভবন দায়ী। আরো জানায়, কাপ্তাই হ্রদে ভবণ নির্মাণ করতে দোকানের নিচের মাটিগুলো সরিয়ে নিয়েছে। যার কারনে মাটি নরম হয়ে যাওয়ায় দোকানগুলো সহজেই ধসে পড়েছে। এ দায় ঠিকাদার ও জেলা পরিষদকে বহন করতে হবে।
এই অবস্থায় সড়কটি ঝুকিপুণ হয়ে পড়েছে ।ভারী পন্যবাহী যান বাহন চলাচল করতে পারবে না। এই রিপোট লেখা পযন্ত সড়কটির ওপর দিয়ে ভারী যান বাহন চলাচলে নিষেধজ্ঞা আরোপ করেননি সংশ্লিষ্ট প্রশাসন।