ওয়েব ডেস্ক: সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি পৌরসভা থেকে ‘রাঙ্গামাটি সর্বস্তরের সনাতনী সমাজ’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, রাধা রাসবিহারী মন্দিরের অধ্যক্ষ নিতাই নুপুর দাস ব্রহ্মচারী, সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সাম্প্রদায়িক সহিংসতার বিচার দাবি করে অতীতের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার একই ঘটনা ঘটছে। উগ্রবাদী ও জঙ্গিবাদ গোষ্ঠী দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বারবার হিন্দু সমাজকে টার্গেট করে তাদের ওপর বিভিন্ন অজুহাতে হামলার ঘটনা ঘটাচ্ছে। স্বাধীন দেশে এভাবে বারবার ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ঘটনা বন্ধ না হলে দেশের স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।