নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা রবিবার (১৮ ডিসেম্বর ২০২২) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জেলার খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং ভবিষ্যত খাদ্য সংকট মোকাবেলায় কৃষি বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ ও মৎস্য বিভাগকে কৃষকদেরকে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে উদ্বুদ্ধ এবং সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্যদেরকে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ জানান। তিনি জেলার অনাবাদি জমিকে চাষের আওতায় আনার লক্ষ্যে এক ফসলী জমিকে দো ফসলী জমিতে রূপান্তরে প্রয়োজনীয় কারিগরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। এবিষয়ে পরিষদের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি সংশ্লিষ্টদেরকে আশ^স্ত করেন। একইসঙ্গে উন্নয়ন প্রকল্পের কর্মপরিকল্পনা সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে দৃশ্যমান করার জন্যে তিনি সবাইকে অনুরোধ জানান।
তিনি ৪০তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত প্রাণীসম্পদ বিভাগের ৫জন কর্মকর্তাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন বিভিন্ন উপজেলায় প্রাণীসম্পদ বিভাগের শূন্য পদে নবীন কর্মকর্তাদের যোগদান মাঠ পর্যায়ে প্রাণীসম্পদ বিভাগের কাজে গতি আনার পাশাপাশি জেলার খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে কর্মকর্তারা ভূমিকা রাখবে।