রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১” পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন- ১ এর সম্মেলন কক্ষে সকাল ১১ ঘটিকায় এক সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে রাবিপ্রবি চারটি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব এবং ডিজিটাল বাংলাদেশ দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) সহকারী অধ্যাপক জনাব তানজিম মাহমুদ।
এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব জুয়েল সিকদার এবং সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব ধীমান শর্মা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।