নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি রিজিয়নের কর্তৃক স্থানীয় বন্য দুর্গত ও পাহাড়ে ধসে ক্ষতি গ্রস্তদের বিশেষ সহায়তা দুস্থ পাহাড়ী -বাঙ্গালী জনসাধারনের মাঝে রিজিয়ন কমান্ডার,রাঙ্গামাটি রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন,এনডিসি,পিএসসি, বিশেষ ত্রাণ সহায়তা প্রদান। আত্নকর্মসংস্থান সৃষ্টির জন্য ২টি সেলাই মেশিন,ঘর মেরামতের জন্য ৭ বান টেউটিন,ও চিকিৎসার জন্য বিভিন্ন জনকে এক লক্ষ টাকার অধিক আর্থিক সহায়তা নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তা প্রদানকালে রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহানী জাতি,বর্ণ,ধর্ম,নির্বিশেষে জাতি উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাধে কাধ কাজ করে যাচ্ছে । তিনি আরো বলেন যে কোন দুর্যোগপুর্ণ মুহুর্তে সার্বক্ষনিক জনগনের পাশে থাকতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।
এই ধরনের সেবামুলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে “শান্তি“সম্প্রতি ও উন্নয়ন নিশ্চিতকরণে কাজ করতে এবং দুর্গম প্রত্যান্ত পাহাড়ী এলাকায় জনসাধারণের কল্যানর্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরানের সেবামুলক কার্য ক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে অবশ্য ব্যক্ত করেন।