রাজশাহী প্রতিনিধি: পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের কাছে ছুরিকাঘাতে আদর (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, আদরের বাবার নাম আবদুল গফুর। ভেড়িপাড়া এলাকাতেই তার বাড়ি। গুরুতর আহত অবস্থায় আদরকে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা পুলিশকে এই তথ্য দিয়েছেন।
সদর পুলিশ আরও জানায়, রাত ১২টা ৫ মিনিটে ছুরিকাহত আদরকে স্থানীয়রা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তখনও আদর জীবিত ছিলেন। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিকভাবে ওয়ার্ডে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, কে বা কারা আদরকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখেছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।