প্রত্যয় ডেস্ক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় বড় বাঁশবাড়ি গ্রামের পাকা রাস্তা থেকে ৭৫ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন জেলার হরিপুর উপজেলার ডাবরি গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াকুব আলি( ২৫), একই উপজেলার মানিকখাড়ি গ্রামের মৃত ডাকু মোহাম্মদের ছেলে আব্দুল বাসেদ (২২) ও রুহিয়া গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে সোহেল (৩৫)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে গোপন সুত্রে সংবাদ পেয়ে বড় বাসগাড়ি গ্রামের পাকারাস্তায় পুলিশি চেকপোস্ট বসানো হয়। পুলিশ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের দেহ তল্লাসী করে ৭৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। মাদক ব্যবসায়ীরা হরিপুর থেকে ফেন্সিডিল নিয়ে রাণীশংকৈল আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।
রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
রিপোর্টঃ বদরুল ইসলাম বিপ্লব