নিজস্ব প্রতিনিধি: রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউটিটের বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়।শনিবার (৪ডিসেম্বর) সকালে বার্ষিক সাধারণ সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি স্বেচ্ছাসেবক সংগঠন এ সংগঠন অনেক গুরুত্ব বহন করে। দুর্যোগ মোকাবেলা,মহামারি,রক্ত দান,অগ্নিকান্ড,চিকিৎসাসেবায় সহায়তা প্রদান, বাল্য বিবাহ প্রতিরোধসহ সামাজিক উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে এই সংগঠনটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও রেড ক্রস সোসাইটি চাইলে সমাজে বহু ধরনের সেবামূলক কাজ করতে পারেন। বাহিরের দেশের সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ সরকার রেড ক্রিসেন্ট সোসাইটিকে বিভিন্ন ভাবে সার্বিক সহযোগিতা করে আসছে। জনগণের পাশে থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের কাজ করার আহবান জানান প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর,রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদ নারী সদস্য ঝর্ণা খীনা, প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মদ, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দেসহ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছাসেবক সংগঠন হলেও অধিকাংশ ক্ষমতাসীন দলের কর্মীদের নিয়ে পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে । ফলে অনেক সেবামুলক কাজে দক্ষ সেচ্ছাসেবক না দিয়ে বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষার্থী সেচ্ছাসেবক হিসাবে ত্রান বিতরণে সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে ।