শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি ঃ ২৪ মার্চ ২০২১ ইং তারিখ ৬ .৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল ভানুগঞ্জ রোডের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়ার বসত বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি-
১। বিকাশ রবি দাস (২৪), পিতা-দুলাল রবি দাস, সাং-দারা গাঁও চা বাগান, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
২। লাল বাবু বাড়াইক (২৫), পিতা-মৃত শ্যাম লাল বাড়াইক, সাং- মিতিংগা চা বাগান, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার।
৩। সৌরভ রূদ্র পাল (১৮), পিতা-করুনা রূদ্র পাল, সাং-মধুপুর চা বাগান, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।
৪। সত্য নারায়ণ দাস (১৮), পিতা- রাম চরণ দাস, সাং- মাজদিহি চা বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আশে পাশের বিভিন্ন জেলার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।