মোঃহাসান, লামা উপজেলা প্রতিনিধি: লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বজ্রপাতে একই পরিবারের চাচা-ভাতিজা সহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর,২০২১ ইং) দিবাগত রাত ২ টায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার জৈনক মোঃ এনামুল হক (৫০) ও শফিক মিয়া ( ১৩) নামে দুইজন মৃত্যু বরণ করেছেন।
জানা যায়,রাতের বজ্রপাত ও বৃষ্টির সময় উভয়েই খামার বাড়িতে শুয়ে ছিল,বন্যপ্রাণী হতে ফসল রক্ষায় পাহারারত অবস্থায় টং ঘরের উপর বজ্রপাত পড়লে চাচা ভাতিজা দুজনই বজ্রপাতে মৃত্যু বরণ করেন।
লামা ২ নং সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় ও বজ্রপাতে তিনটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত রাতের বজ্রপাতের ভয়াবহতা এতটাই বেশি ছিলো যে এলাকার লোকজন প্রচন্ড ভয়ের মধ্যে রাত্রি যাপন করেছেন।
খবর পেয়ে আজ সকালে স্থানীয় নেতৃবৃন্দ ও ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী মোঃ মোস্তফা জাবেদ কায়সার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আমাদের পক্ষ হতে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।