মোঃ আল আমিন,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ওয়ান শুটারগান পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মনিরুজ্জামান মনির (৩৭) কে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩, মনিরুজ্জামান মনির বাড়ি ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে।
রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক “মিডিয়া” সামুয়েল সাংমা মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গ্রেপ্তার মনিরের নামে লালমনিরহাট জেলার বিভিন্ন থানায়- অস্ত্র, মাদক, পুলিশ অ্যাসল্ট, অপহরণ এবং চুরিসহ ১৯টি মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। র্যাব-১৩ জানায় সোমবার দিবাগত রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ এলাকায় অভিযান চালায় রংপুর র্যাব-১৩ এর একটি দল।
এসময় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি খুরসহ মনিরুজ্জামান মনিরকে আটক করা হয়, এবং তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, একটি মোটর সাইকেল ও মাদক বিক্রির কিছু নগদ টাকা জব্দ করা হয়। র্যাব-১৩ এর প্রাথমিক জিজ্ঞাসা বাদে মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরে কালিগঞ্জ উপজেলায় সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পড়ে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলার দায়ের করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। (ছবি সংগৃহীত)