সামাজিক মিডিয়া গুলোতে আজকের একটি জানাজার দৃশ্য দেখে ধর্ম সম্পর্কে আমাদের অজ্ঞানতা, কুসংস্কার, আর রূপকথার গল্প দিয়ে ঘুম পাড়িয়ে রাখা এক নির্বোধ জ্ঞানহীন লেবাসধারী কিছু লোকদের দেখলাম। লজ্জা পেলাম… ! এই শিক্ষা কি ইসলামের? না এটা ইসলামের শিক্ষা নয়। ইসলাম খালি নামাজের মধ্যেই সীমাবদ্ধ না। ইসলাম হল আল্লাহ্ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, নির্দেশ ও উপদেশ যথাযথ ভাবে মেনে চলা। কিন্তু আমরা সেগুলো না মেনে নিজের খেয়াল খুশিমত ইসলাম কে সাজিয়ে নিয়েছি। তারা একবারের জন্যও ভাবে নাই আজ যার জানাজায় শরিক হচ্ছেন। তারা ফায়সালা ত হয়েই গেছে। কিন্তু আপনাদের ফায়সালা এখন হয়নি। আল্লাহ্ ভাল জানেন, আজ যদি কোন কারনে এই মহামারী থেকে বেচে যান। তাহলে ভাল, কিন্তু যদি কোন কারনে আক্রান্ত হয়ে যান আপনার জানাযা পড়ার জন্য লোক পাবেন কি? বলা হয় আত্মহত্যা মহাপাপ, নিজেরা আত্মহত্যা করেন সেটা আপনাদের খেয়াল খুশি উপর নির্ভর করে। কিন্তু দেশের অন্য মানুষ কে বিপদে ফেলা সেটা হত্যার সামিল। বলা হয় অন্যের হোক নষ্ট করলে সেই ব্যক্তি যদি ক্ষমা না করে তাহলে সে অপরাধীকে আল্লাহ্ ও ক্ষমা করেন না। সেই অর্থে আপনারা দেশের তথা সকল নিরাপরাধ মানুষকে বিপদে ফেলেছেন। ফলে আপনারা অপরাধী দেশের কাছে,জাতির কাছে তথা ইসলামের কাছে। আল্লাহ্ আমাদের এই গাফেল লোকদের থেকে আমাদেরকে নাজাত দিন ও হেফাজত করুন। আমীন…!