প্রত্যয় ডেস্ক, আলী রেজা রাজু, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায়১২ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ শহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ।
(১৩ ই নভেম্বর শুক্রবার) দুপুরে শার্শার গোগার বটতলা থেকে ১২ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ তাকে আটক করা হয়। আটক কৃত শহিদুল ইসলাম দৌলতপুর উপজেলার বেলট গ্রামের আবুল খায়েরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শার্শার গোগার বটতলার থেকে ১২বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ শহিদুল ইসলামকে আটক করা হয়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ( ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।