মিজানুর রহমান , শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নে পশ্চিম জাহাঙ্গীরাবাদ নয়াপাড়া গ্রামে মোস্তাফিজার রহমান নামের এক সাবেক ইউপি সদস্যকে দিবাগত রাতে গলাকেটে নির্মম ভাবে হত্যা করেছে দূর্বত্তরা।
সে মৃত আকবর আলীর ছেলে। নিহত মোস্তাফিজার রহমান ইট ভাটা মালিক ও মৎসচাষী। গতরাতে কে বা কাহারা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে তাকে তার নিজ পুকুর পাড়ে ফেলে রেখে যায়। তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের কারন জানা যায়নি।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, তাৎক্ষনিক ভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে লাশ উদ্ধার করা হয়ছে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ মুহুর্তে হত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী রিনা বেগম জানান, নিহত মোস্তা গত ২০ অক্টোবর রাত ৮টায় বাড়ি থেকে বাহিরে যায়। রাতে বাড়িতে না ফিরলে তিনি ১.১৫ ঘটিকা পর্যন্ত নিহতর ব্যবহৃত ফোনে ফোন করেন কিন্তু ফোন রিসিভ হয়নি। একই গ্রামের ফজলার রহমান বলেন, তিনি তার সন্তানকে প্রকৃতির ডাকে সারা দিতে নিয়ে গিয়ে মোস্তার লাশ পুকুর পাড়ে দেখে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন, এসে পুলিশ কে খবর দেয়।