নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা প্রশাসন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে নানা অনুষ্ঠান মালার আয়োজন করছে।
সকালে রাঙ্গামাটির সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়।
এ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে নানা অনুষ্ঠান মালার আয়োজন করছে।
সকালে রাঙ্গামাটির সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন সহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ও বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন।
পরে রাঙ্গামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, শোভাযাত্রাটি রাঙ্গামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্বাধীনতা মেলার উদ্বোধন করা হয়। পরে আব্দুল আলী মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের জন্মবার্ষিকী পালন করা হয়। সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান। এ সময় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকরা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।