নিজস্ব প্রতিবেদক; দৈনিক প্রত্যয়ঃ
সংবাদ প্রকাশের জেরে দৈনিক পূণরুত্থান পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রিপন হাওলাদারকে ইউসুফ পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
হুমকির ঘটনায় সাংবাদিক রিপন হাওলাদার মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১১৭৮।
জিডি সূএে জানা গেছে, গত ১৯ এপ্রিল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পূণরুত্থান পত্রিকায় ‘নিজেদের অধিকার থেকে বঞ্চিত কলাপাড়ার গৃহহীন পরিবাররা! ভোগ দখল করছে সচ্ছল পরিবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের জেরে ২০ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৮টায় দিকে ০১৭২১২৪৪২৪৫ নম্বর থেকে রিপোর্টার সাংবাদিক রিপন হাওলাদারের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বিভিন্ন হুমকি মূলক কথাবার্তা বলে ফোন রেখে দেয়। কথাবার্তার একপর্যায়ে উক্ত হুমকিদাতা তার নাম ইউসুফ বলে জানায়।
এ ঘটনা সাংবাদিক রিপন হাওলাদার তার সকল সহকর্মীদের অবগত করেন। হুমকি দাতার কথাবার্তায় তার ক্ষতিসাধনের আশংকা রয়েছে বলে জীবনের নিরাপত্তা চেয়ে বাড্ডা থানায় একটি জিডি করেন।
সাংবাদিক রিপন জানায়, অসহায় হতদরিদ্রদের হক বিনষ্টকারীরা প্রকৃত সুবিধা ভোগীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে ভোগ করবে। একজন পেশাদার সংবাদ কর্মী তার পেশাগত দায়িত্ব অনুযায়ী বন্টনকারীদের দৃষ্টিগোচরে বস্তনিষ্ঠ তথ্য তুলে ধরবে এটা তার সামাজিক দায়বদ্ধতা। আর সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ প্রকাশের পর লুন্ঠনকারীদের স্বার্থসিদ্ধিতে ব্যাঘাত ঘটেছে বিধায় হুমকি দাতা ইউসুফ পিতা: মন্নান ভূঁইয়া, সাং নয়াকাটা থানা: মহিপুর জেলা: পটুয়াখালী উক্ত নম্বর থেকে আমাকে ফোন করে অশ্লীল ভাষায় বিভিন্ন ধরনের হুমকি মূলক কথাবার্তা বলে ফোন কেটে দেয়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি।
রিপন বলেন, ‘হুমকি দাতার কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। হুমকি দাতারা আমার নিকট আত্নীয় স্বজনদের অতিষ্ঠ করে তুলেছে। বড়ই বিড়ম্বনায় পড়েছি।’
জিডি’র বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা এসআই একেএম নুরুল হক জানান, মোঃ রিপন হাওলাদার একটি জিডি করেছেন। হুমকির বিষয়ে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।