রাকিব শান্ত, ব্যুরো প্রধান উত্তরবঙ্গঃ
বগুড়ার জহুরুলনগর এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত নয়টার দিকে সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে নিহত হন।
নিহত যুবকের নাম বিশু মিয়া। তার বাড়ি শিবগঞ্জ উপজেলায়। বিশু সরকারি আজিজুল হক কলেজের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি কলেজের পাশে একটি ছাত্রাবাসে থাকতেন।
পুলিশ জানায়, আজিজুল হক কলেজের এক শিক্ষার্থীকে বিজ্ঞান ভবনের পেছনে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে নিহত হন তিনি।
বগুড়ার গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিন বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার অন্য কোনো পরিচয় আছে কিনা পরে জানা যাবে।
আরও পড়ুন : বগুড়ার মহাস্থানের আবাসিক হোটেল নূরজাহান পার্ক থেকে কপোত-কপোতীসহ ১৭ জন আটক