চৌধুরী হারুনুর রশীদ ,রাঙামাটি :সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি) রাঙামাটিতে সমন্বয় সভা-২১ অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ বুধবার সকাল ১০ ঘটিকায় এফপিএবি নিজস্ব কার্য্যলয়ে অনুষ্টিত সমন্বয় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী সাথোয়াই প্রু মারমা, মো: আল-মামুন মিঞা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসন রাঙামাটি ,ফাতেমা তুজ জোহরা উপমা সদর উপজেলা নির্বাহী অফিসার রাঙামাটি,মো.মুজিবুর রহমান সভাপতি এফপিএবি রাঙামাটি,
এফপিএবি রাঙামাটি জেলা কর্মকর্তা অরুন কুমার শীল উপস্থপনায় আরো উপস্থিত ছিলেন কার্যনিবার্হী কমিটির সদস্য চৌধুরী হারুনুর রশীদ,মো.জামশেদ আহম্মেদ চৌধুরী ,খোকন কুমার দে ,ডা.ক্যায়েং চাক ও অন্যন্যা কর্মকর্তা কর্মচারী প্রমুখ। সভায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি) রাঙামাটির কার্যক্রম ও সেবা সর্ম্পকে তুলে ধরেন জেলা কর্মকর্তা।