রাঙামাটি প্রতিনিধি: বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকুরিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবী জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটিসহ দেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা।
রবিবার সকালে রাঙামাটি শহরের সাবারাং রেস্টুরেন্টে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনের পর প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয় ২০১৮ সালে এক প্রজ্ঞাপনে ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটা বাতিল করা হয়। এতে বাংলাদেশের ক্ষুদ্র নৃ -গোষ্ঠীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বৈষম্যর শিকার হচ্ছে।
চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠী জনগণ এখনো অনেক পিছিয়ে আছে। নেপাল ও ভারতের আইনের কপি ৮২ পৃষ্টা স্ব-জাতি সত্ত্বা উপস্থাপন করছি । ৭২ সালে ছিল ২০১৮সালে বাতিল করা হয়। এ অবস্থায় কোটা বিলুপ্তির ফলে তারা আরো বঞ্চিত হবে। কোটা বিলুপ্তির আগে আদিবাসী জনগোষ্ঠীদের বিষয়ে পুর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হোক।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, দেশে কোটা বিলুপ্তির পরিবেশ এখনো তৈরি হয়নি। বাংলাদেশে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কোটা পদ্ধতি বহাল রাখা অত্যন্ত গুরুত্বপুর্ণ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, পার্বত্য চট্টগাম বন ও ভুমি রক্ষা আন্দোলনের সভাপতি সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, শিক্ষাবিধ অধ্যাপক মংসানু চৌধুরী।