আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘির সান্তাহারে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা আন্ত:নগর নীলসাগর ট্রেনে অভিযান চালিয়ে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ফরহাদ হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ফরহাদ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গত মঙ্গলবার রাতে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে তল্লাশি করে ওই পরিমান ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। পরদিন গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে সান্তাহার জিআরপি থানায় সোর্পদ করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, র্যাব-৫ এর ওয়ারেন্ট অফিসার সোহরাব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনট একটি বগিতে তল্লাশী কালে যাত্রী বেশে বসে তাকা ফরহাদ হোসেনকে তল্লাশি করে ১০৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।