শাহিন আহমদ,সিলেট জেলা প্রতিনিধি :
অদ্য ০২/০৫/২০২১খ্রিঃ রাত অনুমান ০৯:৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব মো. আনোয়ারুল হোসাইন ও পুলিশ পরিদর্শক জনাব দেবাশীষ সরকার এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মো. মাহাবুর আলম মন্ডল, এএসআই(নিঃ)/ দুলাল হোসাইন, এএসআই(নিঃ)/ ইব্রাহিম আল সুমন, এএসআই(নি.)/ ভূলন চন্দ্র দেব, এএসআই(নি.)/ আব্দুস সামাদ, কনস্টেবল/ আব্দুল কাদির, কনস্টেবল/ মাসুদুর রহমান, কনস্টেবল/ ইকবাল হোসেন, কনস্টেবল/ জালাল উদ্দিন, কনস্টেবল/ দীপু সিংহ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ খড়াদী পাড়াস্থ আনন্দ মসজিদের সম্মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। কনু মিয়া (৪৮), পিতা- মৃত মোছাক মিয়া, মাতা- বালি বেগম, সাং- পশ্চিম মাছিমপুর, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- পুতুল মিয়ার কলোনী, বালুচর, থানা- শাহপরাণ (রঃ), জেলা- সিলেট, ২। লিটন দাস (২৬), পিতা- পুতুল দাস, মাতা- পার্বতী দাস, সাং- দলদলি চা বাগান (মাঝপাড়া), থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট নামীয় ০২ (দুই) মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে ৩৫ (পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামীদ্বয় পেশাগত মাদক ব্যবসায়ী এবং তারা সিলেট শহরের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।