শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
অদ্য ০২/০৫/২০২১খ্রিঃ বিকাল অনুমান ০৪:১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব এসএম মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) আব্দুস সালাম সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এএসআই(নিঃ)/১২১ আলী হোসেন, এএসআই(নিঃ)/ গিয়াস উদ্দিন-১, কনস্টেবল/৯৩৫ হুমায়ুন কবির, কনস্টেবল/৮৫৪ আবুল কালাম, কনস্টেবল/৭৩৬ উত্তম রায়, কনস্টেবল/৪২৫ শ্রী মনোরঞ্জন চক্রবর্তী,-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ রশিদ বিল্ডিং এর মা খেলনাঘর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ সাইফুল ইসলাম @ শরীফ (২৬), পিতা- নুরুল ইসলাম, মাতা- নাছিমা বেগম, সাং- শালধর (স্বর্ণকার পাড়া), থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, বর্তমানে- বাসা নং- ৪৭, জল্লারপাড়, মসজিদ গলির ভিতরে, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ী এবং সে সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে ইয়াবা ট্যাবলেট (মাদক) পাইকারী দরে ক্রয় করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।