শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি:
অদ্য ২৮/০৪/২০২১খ্রিঃ দুপুর অনুমান ০২:৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব মোঃ আনোয়ারুল হোসাইন এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মাহাবুর আলম মন্ডল, সঙ্গীয় এএসআই(নিঃ)/৯৩৩ ইব্রাহিম আল সুমন, কনস্টেবল/৯৫৫ আব্দুল কাদির, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/১৮৬৮ ইকবাল হোসেন, কনস্টেবল/১৫৭২ জালাল উদ্দিন, কনস্টেবল/৫৫৮ দীপু সিংহ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দর বাজারস্থ সিলেট কেন্দ্রীয় পোষ্ট অফিসের সম্মুখস্থ পাকা রাস্তার উপরঅভিযান পরিচালনা করে ১। মোঃ শাকিল মিয়া (১৯), পিতা- মোঃ আছমত আলী, মাতা- কল্পনা বেগম, সাং- পাতাইড়া, ইউপি- মরকমপুর ১১নং ইউপি, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- লাউয়াই, আলীর রিক্সার গ্যারেজ, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ১৮ (আঠার) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ী এবং সে সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে ইয়াবা ট্যাবলেট (মাদক) সংগ্রহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়,উক্ত আসামী ১। হবিগঞ্জ সদর থানার নন এফ আই আর নং-৭১/২০২০, তারিখ- ২৮ আগষ্ট, ২০২০ এর অভিযুক্ত আসামী।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।