শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
অদ্য ৩০/০৪/২০২১খ্রিঃ রাত অনুমান ১০:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব রমিজ আহমদ এর নেতৃত্বে এসআই(নিঃ)/ আবু রায়হান নূর সঙ্গীয় এসআই(নিঃ) উত্তম রায় চৌধুরী, এএসআই(নিঃ)/গিয়াস উদ্দিন-২, এএসআই(নিঃ)/১৩৭ গোলাম কিবরিয়া, কনস্টেবল/২৫৯ তাওয়াবুর রহমান, কনস্টেবল/২৫৬ ফরিদ উদ্দিন, কনস্টেবল/৯৭৭ শাহিন মজুমদার-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন পূর্ব শাহী ঈদগাহ টিবি গেইট সংলগ্ন রাজু ভেরাইটিজ স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ রতন মিয়া (৩০), পিতা- সুরুজ মিয়া, মাতা- জহুরা বেগম, সাং- ইলাসপুর (সালেহপুর) নদীর উত্তর পাড়, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে- আরামবাগ হাজী সাহেবের বাসা, থানা- শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ী এবং সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট (মাদক) পাইকারী দরে ক্রয় করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, উক্ত আসামী ১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৩৭, তারিখ- ১০ মার্চ, ২০১০; জি আর নং-২৩৮/১০, তারিখ- ১০ মার্চ, ২০১০; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ এর এজাহারভুক্ত আসামী।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।