নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের কুখ্যাত সেই গাড়িচালক আব্দুল মালেক আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া তিনটায় র্যাব-১ এর একটি দল তাকে আটক করে।
এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র ।
জানা গেছে, চালক আ. মালেক দীর্ঘদিন ধরে অধিদফতরের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে আসছেন। বিশেষ করে অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য তার প্রধান কাজ। কোন কর্মকর্তা যদি আ. মালেকের সুপারিশ না শোনেন তাহলে তাকে ঢাকার বাইরে বদলি করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন একাধিকবার।
তার বিরুদ্ধে তেল চুরির সিন্ডিকেটের অভিযোগ। অর্থাৎ, স্বাস্থ্য অধিদফতরের যত গাড়ির চালক তেল চুরি করে, তার একটি অংশ তাকে দিতে হয়। এই সিন্ডিকেটের মাধ্যমে তিনি পুরো অধিদফতর নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সিন্ডিকেট বাণিজ্য করে আ. মালেক ঢাকা শহরে একাধিক ছয়তলা বাড়িসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন।