প্রত্যয় ঢাকা ডেস্ক : হাজী সেলিমের মালিকানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ ফের গুঁড়িয়ে দেয়া হচ্ছে নদীর জায়গা দখল করে গড়ে তোলা বুড়িগঙ্গা পাড়ের অবৈধ স্থাপনা। উচ্ছেদ থেকে রেহাই পায়নি সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন অবৈধ স্থাপনাও।
রোববার (৬ ডিসেম্বর) সকালে বুড়িগঙ্গা পাড়ের সোয়ারিঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙে দেয়া হয় প্রায় অর্ধশতাধিক স্থাপনা। এসময় অনেক দখলদার আগেভাগে নিজেরাই অবৈধ স্থাপনা সরিয়ে নেন।
এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন চান সরদার কোল্ড স্টোরেজের সামনে অবৈধভাবে দখল করা স্থাপনাও গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। যদিও হাজী সেলিমের লোকজন সেসময় নিজেরাই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে তৎপর হয়ে ওঠে।
বিআইডব্লিউটিএ জানায়, উচ্ছেদের সময় দখলদারের পরিচয় কখনই গুরুত্বপূর্ণ নয়। নদী দখলমুক্ত রাখতে এখন থেকে বিআইডব্লিউটিএ নিয়মিত উচ্ছেদ অভিযান চালাবে বলেও জানায় তারা।
বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক মো. গুলজার আলী জানান, আমরা একইভাবে দুটি কাজ করবো। একটি উচ্ছেদ অভিযান, আরেকটি হলো সীমানা পিলার।
উচ্ছেদ অভিযানের পর এসব এলাকায় স্থায়ী সীমানা পিলার ও নদী তীর রক্ষার জন্য পরিবেশবান্ধব ইকোপার্ক করার কথা রয়েছে।