২৫ মার্চ দিনটিকে আন্তর্জাতিক গণ হত্যা দিবসের স্বীকৃতির দাবী জানিয়েছে ওয়ান বাংলাদেশ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহীদ মিনার মানববন্ধন ও আলোচনা সভায় এ দাবী জানান বক্তারা।
বক্তারা বলেন ১৯৭১ সালে ২৫ মার্চ মধ্যে রাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালীদের উপর যে হত্যাযজ্ঞ চালায় তা বিশ্বের ইতিহাসে নজির নেই। এ দিনটি আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবী রাখে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, ওয়ান বাংলাদেশের রাঙামাটি সভাপতি টুকু তালুকদার, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, আইনজীবী তোষন চাকমা, মুক্তিযোদ্ধ সন্তান কমান্ডের সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী,
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।