রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুইটি অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশসহ ৪০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১১টায় বাঘাইছড়ি ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এ দ-াদেশ দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে অবস্থিত এমএমসি ইট ভাটার পক্ষে মো. সোহাগকে ২০ হাজার টাকা ও কেবিএম ইটভাটার পক্ষে মো. নাহিদকে ২০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইট ভাটা দুইটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শরিফুল ইসলাম জানান, হাইকোর্ট থেকে পার্বত্য চট্টগ্রাম এলাকার সব অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা রয়েছে। এই দুইটি ইটভাটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় প্রশাসনের অনুমতি ব্যতিত সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) ব্যবহার ও জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, লঙ্ঘন করায় দুটি ভাটার মালিককে অর্থদ- দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য জেলার সব অবৈধ ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশা দেওয়া হয়েছে। হাইকোর্টের এই আদেশের পরপরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গত কয়েকদিন যাবৎ বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বেশ কয়েকটি ইট ভাটায় অভিযান পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাঘাইছড়িতেও অভিযান করেছে প্রশাসন।