প্রত্যয় ডেস্ক, আলী রেজা রাজু, যশোর প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর কতৃক ৭৮ (আটাত্তর), বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ আটক-০১
গ্রেফতার অভিযানঃ
ইং-২৪/১০/২০২০ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ)/ জনাব, মাসুম কাজী, জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আব্দুল মালেক, এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই(নিঃ)/ মোঃ হাসান জাহিদ সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে শার্শা থানাধীন কাশিপুর বটতলা গ্রামস্থ জনৈক দাউদ মিয়া সরকার, পিতা-নুরু মিয়া সরকার এর পুকুর এর পশ্চিম পাড় হতে আসামী মোঃ মনজিল হোসেন(৩২), পিতা-মোঃ হাশেম খন্দকার, সাং-কাশিপুর বটতলা, থানা-শার্শা, জেলা-যশোর কে গ্রেফতার পূর্বক তার নিকট হতে ৭৮ (আটাত্তর) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
এ সংক্রান্তে শার্শা থানায় মামলা রুজু করা হয়েছে।