রাঙামাটি প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতে মাস্ক না থাকায় ৭টি জরিমানা ২৭টি বাড়ীতে লাল পতাকা দিয়ে আইসোলেশন থাকার নির্দেশনা জারী করেছেন। ১৯ জানুয়ারী ২০২২ ইং বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) মো.বোরহান উদ্দীন মিঠু । তিনি বলেন,রাঙামাটি শহরে স্থাস্থ্যবিধি মেনে চলাচল করতে এবং সচেতনা বৃদ্ধি জন্য ভ্রাম্যমান আদালতে অব্যাহত থাকবে । করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে স্থাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত ৭টি মামলায় ২ হাজার ৮শ জরিমানা করেন ।
পৃথক আরো ২টি ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন। সিনিয়ার সহকারী কমিশনার তাহমিদা আকতার ও অঞ্জন কুমার দে । রাঙামাটি শহরে ২৭টি বাড়ীতে করোনা পজেটিভ হওয়ায় হোম আইসোলেশন থাকার জন্য লাল পতাকা দিয়ে সর্তকতা জারী করেন।
উল্লেখ্য-রেডজোন ঘোষনার পর করোনা রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে ১২৬ জন নমুনা পরীক্ষায় ৪২ জন পজেটিভ আসছে। তৎমধ্যে রাঙামাটি সদর ২৬জন কাপ্তাই ৯জন বিলাইছড়ি ২জন রাজস্থলী ২ নানিয়াচর ২ কা্উখালী ১জন ।