নিজস্ব প্রতিনিধি: রাঙামাটিতে স্বাধীনতা কর্মচারী ফেডারেশন ৮ দফা দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে । ১৫ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসনের কার্য্যলয়ের সামনে মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
বক্তব্য রাখেন, বাঘাইছড়ি,ভদ্রসেন চাকমা রাঙামাটি,জয়সীম বড়–য়া সাধারণ সম্পাদক স্বাশিপ রাঙামাটি।অনিল বিকাশ চাকমা পৌর শিক্ষক সমিতি রাঙামাটি,মোস্তাফিজুর রহমান সভাপতি স্বাশিপ রাঙামাটি ।
ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মার্মার সঞ্চালনায় ব্ক্তব্য রাখেন ,মো.মাহবুব হাসান কাপ্তাই,রঞ্জন বড়–য়া বরকল,আলো জ্যোতি চাকমা বিএমইন্স,যতীনময় চাকমা বক্তরা বলেন,দেশের বেসরকারী স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত প্রায় পাচ লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর ৮ দফা দাবীতে আজকের মানববন্ধন ও স্বারকলিপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ঘোষনার প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে আপনার সরকার গত তের বছরে দেশের শিক্ষা উন্নয়নে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে।
তৎমধ্যে শিক্ষানীতি প্রনয়ন,২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ,কল্যান ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য ১৭শ কোটি টাকা বরাদ্দ,বিপুল সংখ্যাক শিক্ষা প্রতিষ্টানে অবকাঠামো নিমার্ণ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এত কিছুর পরও দেশের মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষায় ৯৮ শতাংশ বেসরকারি ব্যবস্থপনায় পরিচালিত শিক্ষক কর্মচারীরা এখনো বৈষম্যের শিকার।
বেসরকারি শিক্ষক মাসিক ১ হাজার টাকা,বাড়ি ভাড়া ৫শ টাকা চিকিৎসা ভাতা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা খুবই অপ্রতুল ও অসম্মানজনক । শতভাগ উৎসবভাতা ও বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে ৮ দফা সমুহে আপনার সহৃদয় বিবেচনার্থে পেশ করা হল।