নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি বিসিকের কার্যক্রম সংকোচিত হয়ে পড়েছে ।বিসিকের সেলাই,কম্পিউটার প্রশিক্ষনসহ অন্যন্যা ট্রেড প্রশিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হচ্ছে । এমনিতে সকল ধরনের কার্যক্রম স্থবিরতা বিরাজ করছে রাঙামাটি বিসিকে।
সংশ্লিষ্ট সুত্রে ও খোজ নিয়ে জানা গেছে । ১৯৭৫ সালে ২২ ফেব্রয়ারী রাঙামাটি বিসিক কার্যক্রম ও কার্য্যলয় পরিদর্শন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । যা রাঙামাটি বিসিকের পরিদর্শন বই এ বঙ্গবঙ্গুর স্বাক্ষর রয়েছে।
পরিদর্শন বইতে স্বাক্ষর করার পর বঙ্গবন্ধু বলেছিলেন,পার্বত্যঞ্চলে আর্থ-সামজিক উন্নয়নে বিসিকের কার্যক্রম বৃদ্ধি করতে হবে।
বর্তমানে দেখাগেছে, পার্বত্য জেলা ও উপজেলায় অধিকাংশ বিসিকের প্রশিক্ষন কার্যক্রম বন্ধ রয়েছে । প্রশিক্ষানার্থীদের বিসিক এর প্রশিক্ষন কেন্দ্রে তাদের নিকট থেকে ভর্তি ফি বাবদে ১ হাজার টাকা সম্মানী ভাতা থেকে কর্তন করা হয়।
যা রাঙামাটি মহিলা অধিদপ্দর, যুবউন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোন ফি কর্তন করা হয় না । এই বিষয়ে বিসিকের সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় উদ্যোগে নেবেন বলে প্রশিক্ষনার্থী আশা ব্যক্ত করেন।