নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ নেতা জয় হত্যার প্রতিবাদের জেলা ছাত্রলীগের কর্মসুচী ঘোষনা করেছে। ছাত্রলীগের নেতা জয়ত্রিপুরা খুনের প্রতিবাদে শুক্রবার সকাল ১০ ঘটিকায় শহরে কর্মসুচী ঘোষনা দেয় জেলা ছাত্রলীগ ।
বুধবার রাত ২.৪৫ মিনিটে দুস্কৃতিকারীদের ছুরির আঘাতে খুন হয় ছাত্রলীগ নেতা জয়ত্রিপুরা । ছাত্রলীগ নেতা খুনের ঘটনার জড়িতও দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবী জানায় জেলা ছাত্রলীগ নেতারা ।
উল্লেখ্য যে, ঘটনার সময় হাসপাতালে থাকা পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন বলেন, আমরা জমীর ভাইকে নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য বের হয়ে বাসা থেকে কিছু কাগজপত্র আনার জন্য হাসপাতালের গেটের কাছেই এ্যাম্বুলেন্সে অপেক্ষা করছিলাম। তখনই হঠাৎ কিছু ছেলেপেলেকে হৈচৈ করতে দেখি এবং তারা কাউকে মারধর করছিলো। যেহেতু আমরা রোগি নিয়ে টেনশনে ছিলাম তাই ওইদিকে মনোযোগ কম ছিলো।
পরে দেখি একটা ছেলে হাসপাতালের মেইন গেইটের কাছে কাঁতরাচ্ছে। আমি তাৎক্ষনিক ওসি কে ফোন করে বিষয়টি জানাই।’