চৌধুরী হারুনুর রশীদ: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্রবোধিপ্রিয় (সন্তু লারমা) বলেন, চুক্তির ২৫ বছর পরও চুক্তির পুনাঙ্গ যথাযথ বাস্তবায়ন নিয়ে পাহাড়ে মানুষ হতাশ ও গ্লানি নিয়ে বর্ষবরণ পালন করছে।
১০ এপ্রিল রবিবার সকাল ১০ ঘটিকায় পৌরসভায় সামনে বিজু,সাংগ্রাই,বৈসুক,বিষু বিহু উদযাপন পরিষদের উদ্যোগে র্যালী আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য একথা বলেন তিনি।
আনন্দ উল্লাসে বিজু,সাংগ্রাই,বৈসুক,বিষু বিহু উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা । প্রতিবছর ন্যায় এই বছরও শোভা যাত্রার মধ্য দিয়ে পাহাড়ের সামাজিক উৎসবের আনুষ্টানিকতা শুরু হয়। তিনদিন ধরে চলবে এই সামাজিক উৎসব।
অব.উপসচিব শ্রী প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা,রাঙামাটি আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাজীব চাকমা , জাবারাং এনজিও নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা দেশবাসীকে বর্ষবরন ও বিদায়ের শুভেচ্ছা জানিয়ে পার্বত্য চট্টগ্রামের জুম্ম সংস্কৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার উদাত্ত আহবান জানায়,পরে বিশাল বর্ণঢ্য র্যালী ও শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ রাঙামাটি চিংহ্লা মং চৌধুরী মারী ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়।