নিজস্ব প্রতিনিধি: ১০ এপ্রিল রবিবার বিকালে কাউখালী উপজেলার ঘাগড়ায় ও কাপ্তাইয়ের রাইখালী ফেরি ঘাটে সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারান। রাঙামাটি শহরে চম্পক নগর মোড়ে জগদাত্রী মন্দিরে তিন ভবনে রং করতে থেকে গিয়ে অসাবধানতায় ১ শ্রমিক মৃত্যু হয়।একটি মন্দিরের ভবনের কাজ করার সময় পড়ে গিয়ে মোঃ আলমগির হোসেন (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপরে মৃত্যু বরণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
জানাগেছে, কাপ্তাইয়ের রাইখালী ফেরি ঘাটে বালু বাহী ট্রাকে সিএনজির দুর্ঘটনায় ১ মহিলা ঘটনাস্থলে নিহত আহত ২জন চিকিৎসাধীন।
ওসি ইকবাল বাহার চৌধুরী জানায়, বালুবাহী একটি ট্রাক কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল ও দুইটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি থেকে পারুল দাশ ও তাঁর স্বামী মাখন দাশ ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতর আহত হন। এইছাড়া এইসময় মোটরসাইকেল চালক জামাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথি মধ্যে পারুল দাশ মারা যান। নিহত পারুল দাশ চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ (৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫)।
কাউখালী থানা সুত্রে জানায়, জানায় ,রাঙামাটি –চট্টগ্রাম সডকে কাউখালীর ঘাগড়া যৌথ খামার পাড়া এলাকায় একটি পিকআপের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে হলে এতে মোটরসাইকেল আরোহী মোঃ মিজানুর রহমান শুভ (২২) ও মোঃ ইব্রাহিম (৩৫) গুরুতর আহত হয়। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে মিজানুর রহমান শুভকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । এছাড়া ইব্রাহিম চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যু বরণ করেন। নিহত দুজনেই ফল ব্যবসায়ী। কাউখালী থানা অফিসার ইনচার্জ এস এম শহিদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।