রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পতি কমিশনের পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন ছাত্র-যুব সংগঠন। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন সভানেত্রী নীতি চাকমা বৈঠক স্থগিতকরণের সিদ্ধান্তকে ‘পক্ষপাতদুষ্ট ও কায়েমী স্বার্থবাদী চক্রের পারষ্পরিক যোগসাজশের পরিণতি’ বলে মন্তব্য করেছেন।
বিবৃতিতে ৩ সংগঠনের নেতারা বলেন, ‘তথাকথিত’ হরতালের কারণে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ কমিশনের অপর সদস্যদের বৈঠকে অংশগ্রহণ যদি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন নিশ্চিত করতে না পারে, তাহলে আগামীতে এ কমিশন ভূমি বিরোধ নিষ্পত্তিতে কী ভূমিকা রাখতে সক্ষম হবে?
ইউপিডিএফের সহযোগী তিন সংগঠন আরও বলছে, ‘সংখ্যালঘুবান্ধব বলে জাহির করলেও আওয়ামী লীগ ফৌজীশাসকদের গৃহীত পাহাড়িবিদ্বেষী নীতিই অনুসরণ করে চলেছে। সে কারণে এত বছরেও ভূমি সমস্যা ঝুলে আছে এবং যত দিন যাচ্ছে তা জটিল আকার ধারণ করছে। পাহাড়িদের জাতীয় অস্তিত্ব ভূমির সঙ্গে যুক্ত, এজন্য বৃহত্তর আন্দোলন ছাড়া গতি নেই’।
এর আগে গত সোমবার (৫ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ‘প্রতিহত’ করতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত রাঙ্গামাটি শহরে হরতাল ডাকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বাঙালিভিত্তিক সংগঠনের বিরোধীতার জেরে মঙ্গলবার দুপুরেই বুধবার অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিত করে ভূমি কমিশন। বৈঠক স্থগিতকে কেন্দ্র করে যৌথ বিবৃতিতে ক্ষোভ জানিয়েছে ইউপিডিএফের তিন সংগঠন।