তথ্য অধিকার আইন বিষয়ক রাঙামাটিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলে এ প্রশিক্ষণ শুরু হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় দুদিনের প্রশিক্ষণ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের রাঙামাটির উপ-পরিচালক মো. আল মামুন মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ও উপ-নির্বাহী পরিচালক কক্সী তালুকদার।
প্রথমদিনের পর্বে তথ্য অধিকার আইন ২০০৯ এর ওপর সেশন আলোচনা করেন ABUNX (এবানএক্স) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আবার দ্বিতীয় দিন মঙ্গলবারের প্রশিক্ষণে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ধাপে তথ্য অধিকার আইন ২০০৯ এর ওপর সেশন আলোচনা করবেন। প্রথম ও শেষ দিনের প্রশিক্ষণ পর্যালোচনার মধ্য দিয়ে শেষ হবে।
দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতা ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজন দুদিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।