চোধুরী হারুনুর রশিদ, রাঙামাটি: রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় নালিশী জমিতে মীমাংসা বৈঠক, উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং স্থানীয় ইমাম-খতীব ও ধর্মীয় নেতাদের সঙ্গে লিগ্যাল এইড অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ। সভায় উপস্থিত সকলকে সরকারি খরচে আইনগত সহায়তা, পরামর্শ ও বিকল্প বিরোধ মীমাংসা প্রসঙ্গে বিস্তারিত অবগত করেন লিগ্যাল এইড অফিসার। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ উপজেলার বিভিন্ন এলাকার ভূমি বিরোধ সম্পর্কিত বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন।
সভায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সুচরিতা চাকমা, থানার ওসি নাসির উদ্দীন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের কলাবুনিয়া, এরাবুনিয়া ও গোরস্থান এলাকায় এবং সুবলং ইউনিয়নে ৪টি নালিশী জমিতে সরেজমিন মীমাংসা সভা করা হয়।