চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি: নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নে ইউপিডিএফের এক স্থানীয় সংগঠককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সাবেক্ষং ইউনিয়নে ইউপিডিএফ কর্মী সুবাহু চাকমা (৫৫) ওরফে গিরিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আবারো ভ্রাতৃত্বঘাতি সংঘাতে পাহাড় রক্তাক্ত ।
নিহত ইউপিডিএফ সংগঠক সুবাহু চাকমা ওরফে গিরি নানিয়ারচর উপজেলার এগারাল্যা ছড়া গ্রামের বিরাজ মোহন চাকমার ছেলে বলে জানিয়েছে ইউপিডিএফ। এদিকে, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙ্গামাটি জেলা ইউনিট সংগঠক শান্তিদেব চাকমা দলের সংগঠককে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে শান্তিদেব চাকমা বলেন, আজ সকাল ৮টার সময় ইউপিডিএফ সদস্য সুবাহু চাকমা সাংগঠনিক কাজে রাঙিপাড়ার সূর্যমণি মুর্তি নামক স্থানে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা নব্যমুখোশ (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সংস্কারবাদী সন্ত্রাসীদের ৬-৭ জনের একটি দল তাঁর ওপর সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
সন্ত্রাসীদের মধ্যে রূপায়ন চাকমা ও শান্তিময় চাকমা নামে দু’জনকে চিনতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাঁর মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা ব্রাশফায়ার করতে করতে বড়পুল পাড়া দোকানে যায় এবং সেখানেও ব্রাশফায়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এরপর সন্ত্রাসীরা বড়পুল পাড়া দোকান থেকে তিনটি মোটর-সাইকেলে করে নানিয়ারচর সদরের টিএন্ডটি’র স’মিলের পাশের একটি স্থানে গিয়ে অবস্থান নেয়। সেখানে কিছু সময় অবস্থান করার পর সন্ত্রাসীরা সিএনজি ও মোটর-সাইকেলে করে পুনরায় ঘটনাস্থলের দিকে চলে যায়। বিবৃতিতে হত্যার ঘটনাকে ন্যাক্কারজনক ও সরকারের জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের নীলনকশা দাবি করেন। তিনি বলেন, শাসকগোষ্ঠী ইউপিডিএফের নেতৃত্বে চলমান গণআন্দোলন দমনের জন্যই সশস্ত্র ঠ্যাঙারে বাহিনী লেলিয়ে দিয়ে একের পর এক ইউপিডিএফ নেতা-কর্মীকে হত্যা করছে। ইউপিডিএফ পার্বত্য চট্টগামের জনগণের বেঁচে থাকার মৌলিক দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে ইউপিডিএফ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিয়ে যাবে।
এদিকে, হত্যাকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে জানতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান, ‘গুলি করে একজনকে হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আদৌ সেখানে কী ঘটেছে।