রাঙামাটি প্রতিনিধি: জেলার জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে তিন দফায় স্থগিত হওয়া ইউপি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে প্রার্থীরা। অন্যথায় একমাত্র বিকল্প পথ হিসাবে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। উপজেলার দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের স্থগিত নির্বাচনের তারিখ দ্রুত পুনর্নিধারণের দাবিতে সোমবার (২৬ ডিসেম্বর) রাঙামাটিতে সংবাদ সম্মেলন করে দুই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যপ্রার্থীগণ। সংবাদ সম্মেলন থেকে প্রার্থীরা সাধারণ মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকবে না বলে হুঁশিয়ারি দেন।
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য দেনÑ মৈদং ইউপির চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গলাল চাকমা। এসময় দুমদুম্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী কল্যাণময় চাকমা, ইউপি সদস্য প্রার্থী জুলি চাকমা, কাজলা চাকমা, শান্তি প্রভা চাকমা, প্রমেশ তঞ্চঙ্গ্যা, অমর ধন চাকমাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে, সকালে নির্বাচন কমিশনার (ইসি) বরাবর রাঙ্গামাটি জেলাপ্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন দুই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যপ্রার্থীগণ। দুমদুম্যা ও মৈদং ইউনিয়নের প্রায় ভোটকেন্দ্রগুলো ‘হেলিসটিং ভোটকেন্দ্র’ হওয়ায় নির্বাচনে হেলিকপ্টার ছাড়া নির্বাচনি সরঞ্জাম ও ভোট কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো সম্ভব হয়ে ওঠেনা।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, জুরাছড়ি উপজেলঅর মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগমুহুর্ত্বে ইসি নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে তফসিল ঘোষণার পর একই বছরের ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও পুনঃস্থগিত করে ইসি। সবশেষ আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও তৃতীয়বারের মতো নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোট স্থগিতের কারণ সুস্পষ্ট না হওয়ায় সাধারণ মানুষের মনে ভ্রান্ত ধারণার জন্ম হচ্ছে। এতে করে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সাধারণ মানুষ দোষারোপ করছে বলেও বলা হয়েছে সংবাদ সম্মেলনে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুই ইউনিয়নের প্রার্থীদের স্মারকলিপি নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হবে। মূলত এই দুই ইউনিয়নের প্রায় ভোটকেন্দ্রগুলো হেলিকপ্টারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। তাই ‘টেকনিক্যাল সমস্যা’র কারণে নির্বাচন করা যাচ্ছে না বলে জানতে পেরেছি।