রাঙামাটি প্রতিনিধি: জেলা শহরের বনরূপায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইযারুল হক রাব্বী (২৮) পিতা -মোজাম্মেল হক প্রগতি সু ষ্টৌর মালিকের ছেলে খুন হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বনরূপা ফরেস্ট রোড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও থানা পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ইযারুল বাসা থেকে বের হলে সে আর বাসায় ফেরেনি। ভোরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত ইযারুল প্রায়দিনই রাতে বাসার বাহিরে থাকতো। ধারণা করা হচ্ছ, কারো সঙ্গে বিবাদের কারণে তাকে হত্যা করা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয় দারোয়ান আমির হোসেন চুরি আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি খরা হয়েছে।
এদিকে, রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ব্যক্তিগত শুত্রুতা কথাকাটাকাটি এক পর্যায়ে চুরি আঘাত করলে ইযারুল হক মৃতু্্য হয়। গতকাল দুপুরে বাসা থেকে সে (রাব্বী) বের হয়, সারাদিন খোঁজ না পাওয়ায় মা রাত ১টায় ফোন করে কখন বাসায় ফিরবে জানতে চায়, তখন সে মা’কে কী উত্তর দিয়েছিল সেটি এখনো জানা সম্ভব হয়নি। যতটুকু জেনেছি, ভোর পাঁচটার দিয়ে বনরূপায় কারো সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর কবরস্থানের একটু আগেই তাঁর মরদেহ পাওয়া যায়। তবে কার সঙ্গে ঝগড়া হয়েছে সে তথ্য আমরা এখনো পাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।