ইতিহাস, ঐতিয্য ও ভ্রমন বিষয়ক লেখক:
আমেরিকার সবচেয়ে আকর্ষণীয় স্থানের লিস্টের গুরুত্বপূর্ন অবস্থানে রয়েছে ম্যানহাটন (Manhattan)। ম্যানহাটন আমেরিকার বৃহত্তম শহর নিউইয়র্ক সিটির ৫ টি বড় বা কাউন্টির মধ্যে ক্ষুদ্রতম। ম্যানহাটনই মূলত নিউইয়র্ক শহরের প্রাণ।
জনসংখ্যা :- মোট আয়তন ৫৯.৫ বর্গ কিমি (২৩ বর্গ মাইল) এবং ২০০০ সালের তথ্য মোতাবেক মোট জনসংখ্যা ১,৫৩৭,১৯৫। ১৯১০ সালে এই শহরের জনসংখ্যা ছিল ২.৩ মিলিয়ন যা ১৯৮০ সাল নাগাদ কমে গিয়ে ১.৪ মিলিয়নে দাঁড়ায়। এরপর কিছুটা বেড়েছে।
নিউইয়র্ক সিটির কথা চিন্তা করলেই আমাদের মনের মধ্যে ভেসে উঠে ম্যানহাটনের গগনচুম্বী সব দালান বা স্কাইস্ক্রাপারের চিত্র। আকাশ ছোয়া এসব দালানের চিত্র আমরা হাজার বার এরও বেশি দেখেছি টিভির পর্দায়। এখানের গগনচুম্বী দালানগুলোর মধ্যে অন্যতম হলো এম্পায়ার স্টেট, ক্রিস্লার এবং সিটিকর্প সেন্টার। আর ১০১ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুগলের অবস্থানও ছিল এই ম্যানহাটন দ্বীপেই।
ম্যাহাটনের দ্বীপ সমূহ:-
মূলত ম্যানহাটন দ্বীপ নিয়ে গঠিত হলেও গভর্নরস দ্বীপ, রান্ডালস দ্বীপ, ওয়ার্ডস দ্বীপ, রুজভেল্ট দ্বীপ, উথান্ট দ্বীপ এবং মার্বল হিল (ব্রঙ্ক্স’র মূল ভূমির প্রান্তে অবস্থিত একটি এনক্লেভ) এই শহরের অন্তর্ভুক্ত। ম্যানহাটনই মূলত নিউ ইয়র্ক শহরের প্রাণ।
বিখ্যাত বিল্ডিং সমূহ :-
এখানেই এর বিখ্যাত সব গগনচুম্বী বিল্ডিং অধিকাংশ অবস্থিত যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং (১৯৩১), ক্রিসলার বিল্ডিং, (১৯৩০) এবং সিটিকর্প সেন্টার (১৯৭৭)। ১০১ তলা ওয়াল্ড ট্রেড সেন্টার দালান যুগল এই দ্বীপেই অবস্থিত ছিল। নিউ ইয়র্কের নগরায়িত অঞ্চলের মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন, ঘন এবং সুগঠিত।
আতা মোহাম্মদ উবায়েদ
ইতিহাস, ঐতিয্য ও ভ্রমন বিষয়ক লেখক
obayed.roni@gmail.com