বিশেষ প্রতিবেদন,কলকাতা:শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবাংলায় করোনা সংক্রমিত হয়েছেন ৫৭২ জন। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন থেকে জানা গিয়েছে এই তথ্য। ফলে রাজ্যে করোনা সংক্রমিতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৮৩ জন। তবে সংক্রমিতদের মধ্যে ৫ হাজার ৪৫১ জনের শরীরে কোভিড–১৯ ভাইরাস সক্রিয় রয়েছে।
রাজ্যে একদিনে ৫৭২ জনের করোনায় সংক্রমিত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর আগে শুক্রবার সংক্রমিত হয়েছিলেন ৫৪২ জন। শনিবার করোনায় সংক্রমিত হওয়ার সংখ্যা কিছুটা কমে। সেদিন সংখ্যাটা ছিল ৫২১ জন। করোনা সময়ে শুক্রবার ৫৪২ জনের সংক্রমিত হওয়াটাই ছিল সর্বোচ্চ। তার পর শনিবার সংক্রমিতের সংখ্যা কিছুটা কমায় অনেকেই কিছুটা স্বস্তি প্রকাশ করেছিলেন। কিন্তু রবিবার সেই সংখ্যাই এক লাফে ৫৭২ হয়ে যায়। ফলে যাঁরা স্বস্তি প্রকাশ করেছিলেন, তাঁদেরই ভুরু কুঁচকে গিয়েছে এই তথ্যে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে রাজ্যবাসীকে আরও সতর্ক ও সচেতন থাকারই পরামর্শ দিয়েছেন। তবে তাঁদের একাংশের ধারণা, জুলাই মাসের প্রথম দিকে ভয়ঙ্কর কিছু না ঘটলে সংক্রমিতের সংখ্যা এ ভাবেই ওঠা–নামা করবে। মাঝামাঝি নাগাদ পরিস্থিতির উন্নতি হয়েছে, নাকি তা আরও ভয়াবহ দিকে এগোচ্ছে, তার কিছুটা অনুমান করা যেতে পারে। করোনা সংক্রমণের হার কোথায় গিয়ে দাঁড়াবে, সে ব্যাপারে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। অবশ্য জুলাইয়ের শেষে এ ব্যাপারে একটা ছবি পাওয়া যেতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন, রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অবশ্য তাঁদের আশাবাদী করছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৪০৪ জন করোনা–মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে করোনা সংক্রমিতদের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ১৯৩ জন। স্বাস্থ্য বুলেটিন থেকে জানা গিয়েছে, করোনা চিকিৎসাধীনদের মধ্যে ডিসচার্জ রেট গিয়ে দাঁড়িয়েছে ৬৪.৭৬ শতাংশে। অর্থাৎ শতাংশের হিসেবে অর্ধেকেরও অনেক বেশি সংক্রমিত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এটাই আপাতত আশার আলো দেখাচ্ছে বিশেষজ্ঞদের।
অবশ্য রাজ্যে একদিনে মৃত্যুর হার বাড়েনি। শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ১০ জন। মৃত ১০ জনের মধ্যে কলকাতার ৭ জন রয়েছেন। এ ছাড়া হাওড়ার ২ জন এবং পূর্ব বর্ধমানের ১ জন করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন। ফলে রাজ্যে মৃত্যুর মোট সংখ্যা পৌঁছেছে ৬৩৯ জনে। পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৬৮ হাজার ৯০৬টি। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৫৬৩ জনের। ৫১টি ল্যাবে করোনা পরীক্ষাগুলি হচ্ছে।