দৈনিক প্রত্যয় ডেস্কঃ যশোরের বাঘারপাড়ায় মাদকাসক্ত বড় ভাই বিপ্লব হোসেনের হাতে রিপন হোসেন (৩০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার ঘোষ নগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সকালে অভিযুক্ত বিপ্লব হোসেনকে (৩৫) আটক করেছে। তাদের বাবার নাম হরমুজ মোল্লা।
সকালে রিপনের স্ত্রী সুকুরন খাতুন জানান, ভাসুর বিপ্লব হোসেন প্রায়ই নেশা করে বাড়িতে আসতেন। বাড়িতে তার স্বামীর সাথে প্রায়ই গণ্ডগোল হতো। এ নিয়ে কয়েকবার মারধরও করেছেন রিপনকে। রাত ১২টার দিকে রিপন টয়লেটে যাওয়ার জন্যে বাইরে বের হন। এ সময় তার বড়ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে মাথার পেছনে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি আরো বলেন, রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহ্ আলম রুবেল বলেন, রাত ১টার দিকে রিপনকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কান থেকে রক্ত পড়ছিল ও বাম চোখের নিচে রক্ত জমে ছিল।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আল মামুন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে এসেছে। সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিপ্লবকে সকালে জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ডিপিআর/ জাহিরুল মিলন