দৈনিক প্রত্যয় ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তারা সম্পর্কে বাবা-ছেলে।
টাঙ্গাইল র্যাব ১২ এর কোম্পানি কোমান্ডার মেজর, আবু নাঈম মো. তালাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে কয়েকজন মাদক ব্যবসায়ী একটি বড় চালান নিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালানো হয়।
এসময় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভেতরে রাখা ৩৭৫টি ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে মাদক ব্যবসায়ী জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত-মহিরউদ্দিন প্রামাণিকের ছেলে বাবলু প্রামাণিক ও তার ছেলে সাইদীকে আটক করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
ডিপিআর/ জাহিরুল মিলন