1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বাড়িতেই ২ দিন করোনা–সংক্রমিতের মৃতদেহ! চাঞ্চল্য কলকাতায়

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ১৭৮ Time View

বিশেষ প্রতিবেদন,কলকাতা:করোনা সংক্রমিতের দেহ প্রায় দু’দিন বাড়িতে রেখে দিতে বাধ্য হল একটি পরিবার। ঘটনাটি কলকাতার আমহার্স্ট স্ট্রিটের। সোমবার দুপুর তিনটে থেকে বুধবার বেলা একটা পর্যন্ত দেহ সৎকার করা সম্ভব হয়নি ওই পরিবারের। মৃতের নাম মোহন মল্লিক। বয়স ৭১ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মোহনবাবু জ্বর–সর্দির উপসর্গ নিয়ে সোমবার দুপুরে বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় চিকিৎসক এসে তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু জ্বর–সর্দির উপসর্গ থাকায় চিকিৎসক মৃতের কোভিড পরীক্ষা করার নির্দেশ দেন। আর রিপোর্ট না আসা পর্যন্ত মৃতদেহ যাতে সৎকার করা না হয়, সেই পরামর্শও দেন। সোমবার বিকেলেই বেসরকারি ল্যাবের প্রতিনিধিরা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। সেদিন বাড়িতেই দেহ রেখে দেওয়া হয়।

কিন্তু মঙ্গলবার সকাল থেকেই দেহে পচন ধরতে শুরু করলে পরিবারের তরফে দেহ সংরক্ষিত রাখার জন্য পিস হেভেনে যোগাযোগ করা হয়। কিন্তু করোনা উপসর্গ থাকায় তারা দেহ রাখতে অস্বীকার করে। তার পর স্থানীয় থানা, পুরসভা এবং স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি। শেষে বাড়িতেই বরফ দিয়ে দেহ রেখে দেওয়া হয়। পরিবারের তরফে অবশ্য শেষে জানানো হয়েছে, স্থানীয় আমহার্স্ট স্ট্রিট থানার তরফে তাদের যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। উল্লেখ্য, এতদিন দীর্ঘসময় মৃতদেহ হাসপাতালে পড়ে থাকার অভিযোগ উঠেছে। এবার বাড়িতেই দেহ পড়ে থাকার কথা উঠতেই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃদ্ধের দেহের সৎকার করা হয়েছে। স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভার তরফে পরিবারের অন্য সদস্যদের ‌৫ দিন বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার এবং তাঁদেরও কোভিড পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, কলকাতায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় চিন্তিত রাজ্যের স্বাস্থ্য দফতর। বুধবার রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা সংক্রমিত হয়েছেন আরও ২৩৮ জন।

ফলে কলকাতায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২২২ জন। এদিন করোনা সংক্রমিত হয়ে কলকাতায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে এই করোনা–সময়ে কোভিড সংক্রমণে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৩৮৬ জনে। তবে এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১২৫ জন। ফলে কলকাতায় করোনা–মুক্ত হয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৮ জনে। এটাই আপাতত আশার আলো মহানগরীর।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..