চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে নানার বাড়িতে দুই মেয়েকে গলা টিপে হত্যার পর মোখেন্দু বড়ুয়া নামে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নে ৮নং ওর্যাড ভান্ডারগাও এলাকায় প্রভাত বড়ুয়া বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
দুই মেয়েকে গলা টিপে হত্যার পর বাবা নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান স্থানীয় ইউপি সদস্য ইউসুফ। নিহত দুই মেয়ে হল টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১১) বছর। নিহতদের মধ্যে টুকু বড়ুয়া বড়। সে ৮ম শ্রেণির ছাত্রী। ছোট কন্যা নিশি বড়ুয়া ৫ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক বিকাশ দাশ হিরু জানান, হত্যার বিষয়টি নিশ্চিত। তবে এ ঘটনা কি জন্য ঘটতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত দুই কন্যার বাবাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকার মুকুন্দ বড়ুয়া নামে এক ব্যক্তি তার দুই মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন।