‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে’ জীবনমুখী বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতার গানের মতো আমরা আত্মবিশ্বাসী। গোটা পৃথিবী জুড়ে প্রতিদিন যে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তা একদিন থেমে যাবে। কিন্তু করোনার ছোবলে ঘটে যাওয়া অপূরণীয় এবং অবর্ণনীয় ক্ষতি বিশ্ববাসী কখনই ভুলতে পারবে না।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নান্নুর প্রস্থান তেমনি একটি বেদনাদায়ক ঘটনা। তিনি বাংলাদেশ পুলিশের সাবেক এ, এস, পি, হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন এবং ০২-০৭-২০২০ বিকাল ৫ টা ৩০ এ ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন। জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয় এবং রায়ের বাজার মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়।
তিনি রামপুরা, মহানগর হাউজিং প্রজেক্টের বাসিন্দা ছিলেন এবং পৈতৃক নিবাস নিউটাউন, কিশোরগঞ্জ। ব্যক্তিগতভাবে তিনি উদারমনা, প্রশস্ত হৃদয়ের অধিকারী এবং ধার্মিক মানুষ ছিলেন। তার বিদায়ে মুক্তিযোদ্ধা এসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ এবং সমাজের সর্বস্তরের মানুষজন শোক প্রকাশ করেছেন।