সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ রোগীর মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল শনিবার সকাল ৭ টায় ওই রোগীর মৃত্যু হয়। মৃতের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। ১৭ এপ্রিল শুক্রবার রাতে তিনি করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।
শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
জানাগেছে, ওই রোগীর করোনার উপসর্গ দেখা দিলে সেখান থেকেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে ওই রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে রিপোটর্রে জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার যেকোনো সময়ে ওই রোগীর রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে।