নিজস্ব প্রতিবেদকঃ দুই ব্যক্তিকে পকেটে ইয়াবা ঢুকিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে বাড্ডা থানার দুই দারোগাকে ক্লোজ করা হয়েছে। এরা হলেন এসআই শুভঙ্কর রায় ও এএসআই এনামুল হক। এ ছাড়া মামলা করা হয়েছে পুলিশের দুই কথিত সোর্স সেলিম ও বিপ্লবের বিরুদ্ধে। গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে বাড্ডার গুদারাঘাটে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, সামশুল আলম ও লিপন মিয়া নামে দুই ব্যক্তির পকেটে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে তাদের মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর চেষ্টা করেন দুই সোর্স সেলিম ও বিপ্লব। এ সময় উপস্থিত পুলিশের এসআই শুভঙ্কর রায় ও এএসআই এনামুল হক তাদের দুজনকে বাড্ডা থানায় নিয়ে যান। সামশুল আলম ও লিপন মিয়া পুলিশকে বোঝানোর চেষ্টা করেন তাদের পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে।
পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশে বিষয়টি তদন্ত করা হয়। নিরপেক্ষ তদন্তে দুজন মাদক ব্যবসায়ী নন বলে পুলিশ নিশ্চিত হয়। পরে পুলিশ ওই দুই সোর্সের বিরুদ্ধে মামলা দায়ের করে। দুই দারোগাকে এ ঘটনায় জড়িত অভিযোগে ক্লোজ করা হয়েছে।
উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সোর্স দুজন পলাতক রয়েছেন।